সারস ও কাঁকড়া
রূপান্তর: শেখ আবদুল্লাহ নূর- ০৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০৫
(গত দিনের পর)
সরপুঁটি বলে, আমরা এখনো ভরসা পাচ্ছি না। তুমি যদি আমাদের ধরেই খেয়ে ফেলো?
বক বলছে, আমি তো সেই প্রস্তাবও দিয়েছি। তোমাদের একজন আমাকে ধরা দাও। আমি তাকে পদ্মবিল দেখিয়ে নিয়ে আসি। তোমরা দেখো, আমি তাকে আবার তোমাদের মাঝে ফিরিয়ে দেই কি না?
সরপুঁটি বলছে, আমাদের এখানে একচোখা একটি খল্লা মাছ আছে। খেঁজুর কাঁটার আঘাতে একটি চোখ তার কানা হয়ে গেছে। খল্লা মাছটি নিজেই প্রস্তাবটি দিলো। সে যাবে তোমার সাথে। খল্লা মাছ তো। পানির উপরে ভেসে থাকতে হয় তাকে। দুপুরে যখন পানি আগুনের মতো গরম হয়ে ওঠে, তখন তার প্রাণ যায় যায় অবস্থা।
: ঠিক আছে। আমার ওপর বিশ্বাস রাখো। আমি তাকে খেয়ে ফেলব না। পদ্মবিল দেখিয়ে আবার তোমাদের কাছে ফিরিয়ে দেবো। দেখে নিও। তা হলে তো আমার ওপর বিশ্বাস জন্মাবে তোমাদের?
: হ্যাঁ, এ কথাটি বলতেই এসেছি আমি। আগে তুমি তাকে পদ্মবিল দেখিয়ে আবার আমাদের কাছে ফিরিয়ে দাও। তা হলেই বুঝব তোমার মনের মধ্যে অন্য কোনো মতলব নেই। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা