২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`
চী ন দে শে র রূ প ক থা

উড়ন্ত রাক্ষসী

-

(গত দিনের পর)
গাছের এমন লম্বা গুঁড়ি দেখে অবাক হলেন তিনি। কারণ, গুঁড়ির ভেতর দাঁড়িয়ে তিনি যখন উপরের দিকে তাকালেন, আকাশ দেখতে পেলেন। ইচ্ছে করলে যে কেউ গাছের গুঁড়ির ফাঁপা কোটর বেয়ে বেয়ে যেন আকাশে উঠে যেতে পারে। অবাক বিস্ময়ে সন্ন্যাসী বলে উঠলেন, এক অদ্ভুত বৃক্ষ এটি। এর রহস্যের শেষ নেই। তিনি ফের গাছের কোটর থেকে বেরিয়ে এলেন। এবার তিনি গাছের অন্য পাশ দিয়ে বেরোলেন। সামনে সুবিশাল চারণভূমি। প্রান্তরের খোলা পথ ধরে আবার হাঁটতে লাগলেন সন্ন্যাসী।
সামনে দিগন্তবিস্তৃত পথ। পথের শেষ সীমানা যেন দিগন্তে গিয়ে মিলিয়ে গেছে। এখানে সেখানে দু-একটি উচ্চ বৃক্ষ, উপরে নীল আকাশ। না রোদ, না ছায়া।
(চলবে)


আরো সংবাদ



premium cement