১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

কে কী----------কেন কিভাবে ভাপা পিঠা

-

আজ তোমরা জানবে ভাপা পিঠা সম্পর্কে । সারা বছর ধরে ভাপি বা ভাপা পিঠা বানানো গেলেও শীতের সময় বেশি স্বাদ লাগে। নতুন খেজুরের জন্যও তা হতে পারে।
এটি শীতের এক অন্যতম প্রধান পিঠা।
লিখেছেন মৃত্যুঞ্জয় রায়


আমাদের দেশে শীতের এক অন্যতম প্রধান পিঠা হলো ‘ভাপা পিঠা’ বা ‘ধুপি পিঠা’। ভাপা পিঠা বানানো হয় চালের গুঁড়া, গুড়, নারকেল কোরা, লবণ ও পানি দিয়ে। প্রথমে চালের গুঁড়া অল্প পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মেশানো বা মাখা হয়। একটা হাঁড়ির মুখে কাপড় বেঁধে হাঁড়ির ভেতরে পানি দিয়ে তা চুলায় জ্বাল দেয়া হয়। পানি ফুটে বাষ্প বের হতে শুরু করলে একটা ছোট্ট বাটিতে বা ছাঁচে প্রথমে চালের গুঁড়া, পরে গুড় ও নারকেল দিয়ে শেষে আবার চালের গুঁড়া দিয়ে ঢেকে দেয়া হয়। গুড় আর নারকেল থাকে ভেতরে। এরপর পাত্র বা হাড়ির কাপড়ের ওপর বাটি বা ছাঁচ উপুড় করে ঢেকে দশ মিনিট বাষ্পে রাখলে ফুটন্ত পানির বাষ্পের ভাপে ভাপি পিঠা সিদ্ধ হয়ে যায়। হাঁড়ির ওপর থেকে তারপর তুলে ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করা হয়। এ দেশে রাস্তার পাশে শীতকালে ভাপি পিঠা খুব বানানো ও বিক্রি করা হয়। শহরের অনেকেই বাসায় পিঠা বানানোর ঝামেলা এড়াতে সেখান থেকেই কিনে নিয়ে যান। সারা বছর ধরে ভাপি বা ভাপা পিঠা বানানো গেলেও শীতের সময় বেশি স্বাদ লাগে। নতুন খেজুরের জন্যও তা হতে পারে।

 


আরো সংবাদ



premium cement
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে কারখানাশ্রমিকদের মহাসড়ক অবরোধ স্ত্রী-সন্তানসহ শামীম ওসমান ও নানকের নামে দুদকের মামলা ‘চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্কে নিজের স্বার্থ দেখবে বাংলাদেশ’ গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবি ছাত্রীরা সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ

সকল