কানাডীয় রকি পর্বত উদ্যানমালা
- নিকো হক
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
তোমরা কি ‘কানাডীয় রকি পর্বত উদ্যানমালা’র কথা জানো?।
এর অবস্থান কোথায়? উত্তর আমেরিকার বিশাল দেশ কানাডায়। এ পর্বত উদ্যানমালা প্রাকৃতিক শোভায় অনন্য।
কানাডীয় রকি পর্বত উদ্যানমালা গঠিত হয়েছে সাতটি উদ্যানের সমন্বয়ে। উদ্যানমালায় রয়েছে চারটি জাতীয় উদ্যান- ব্যান্ফ, জ্যাসপার, কুটেনে ও ইয়োহো। এ ছাড়া এখানে স্থান পেয়েছে তিনটি প্রাদেশিক উদ্যান- মাউন্ট রবসন, মাউন্ট অ্যাসাইনিবইনে ও হ্যাম্বার প্রাদেশিক উদ্যান।
পর্বতচূড়া, হিমবাহ, হ্রদ, জলপ্রপাত, গভীর গিরিখাত ও চুনাপাথরের গুহা উদ্যানমালায় গঠন করেছে আকর্ষণীয় ভূদৃশ্য, যার তুলনা বিশ্বের অন্য কোথাও পাওয়া ভার। এখানকার বারজেস শেইল ফসিল-স্থান বিখ্যাত; টিকে থাকা নরম শরীরের সামুদ্রিক প্রাণীর ফসিল দেখা যায় এখানে। এগুলোকে বলা যায় কোমল শিলা।
উদ্যানমালায় বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায়। এগুলোর মধ্যে পার্বত্যছাগল, মুস (হরিণ বিশেষ), সাদা লেজের হরিণ, লাল হরিণ, লাল কাঠবিড়ালি, ধূসর নেকড়ে, কালো ভল্লুক ইত্যাদির কথা উল্লেখ করা যায়।
এখানকার বনও দৃষ্টি কাড়ে। গাছগাছালি ও ফুলের সৌন্দর্যের বর্ণনা ভাষাহীন। বিস্ময়কর কানাডীয় রকি পর্বত উদ্যানমালার প্রাকৃতিক সৌন্দর্য প্রতি বছর অসংখ্য পর্যটককে আকর্ষণ করে।
এ পর্বত উদ্যানমালা ১৯৮৪ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদায় ভূষিত হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা