সিন্দাবাদের চতুর্থ সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
(গত দিনের পর)
সোনার জরিতে কাজ করা নানা বর্ণের এই গদিটি কাঠের জিনের ওপর বসিয়ে এঁটে দিলাম। এরপর এক দক্ষ কামারের সহায়তায় বানালাম একজোড়া লাগাম আর রেকাবি।
সব যখন আমার পছন্দ মতো এবং যথাযথভাবে তৈরি হয়ে গেল, সুলতানের ঘোড়াশাল থেকে বাছাই করে একটা তাগড়াই ঘোড়া আনতে বললাম আমি। সেই নতুন জিন ও লাগাম তার পিঠে চাপিয়ে নিয়ে এলাম সুলতানের সামনে! সুলতান ক’দিন ধরে রোজই আমার কাজের খোঁজ-খবর নিচ্ছিলেন। নতুন এই বস্তুটি দেখার আগ্রহে তিনি অধীর হয়ে অপেক্ষায় ছিলেন।
ঘোড়ার যে এমন মনোহর সাজ হতে পারে সুলতান ইতোপূর্বে ভাবতেও পারেননি। খুশিতে ডগমগ হয়ে উঠলেন তিনি। তার আর তর সইছিল না। তখুনি তিনি লাফিয়ে উঠে বসলেন ঘোড়ার পিঠে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা