২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬
`
জানা-অজানা

কুতুব মিনার

কুতুব মিনার -

বন্ধুরা,
কুতুব মিনার ভারতের রাজধানী নয়াদিল্লির অন্যতম আকর্ষণ। এর কারুকাজ অপরূপ রূপে শোভিত।
সুউচ্চ ও সুদৃশ্য এই মিনারের প্রতিষ্ঠা নিয়ে বিতর্ক রয়েছে। কারো মতে, এটি নির্মিত হয় ভারতের মুসলিম শাসনের সূচনার একটি প্রতীক বিজয়স্তম্ভ হিসেবে। আবার অনেকে মনে করেন, খাজা কুতুবউদ্দিন নামে একজন সুফি সাধকের স্মৃতিকে মনে রেখে এটি নির্মাণ করা হয়েছিল। এই মিনার কেবল ভারতেরই নয়, বরং সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপনা।
কুতুব মিনারের নির্মাণকাজ শুরু করেন দিল্লির শাসক কুতুবউদ্দিন আইবক। কিন্তু তার আমলে কেবল এর নিচতলাটিই নির্মিত হয়। তার উত্তরাধিকারী ইলতুৎমিস আরো কয়েক তলা নির্মাণ করেন। ফিরোজ শাহ তুঘলক তৈরি করেন এর পঞ্চম ও সর্বশেষ তলাটি।
কুতুবউদ্দিন আইবক থেকে ফিরোজ শাহ তুঘলক পর্যন্ত এর স্থাপত্য রীতিতে সে সময়ের যথাযথ ছাপ অঙ্কিত হয়েছে। তা ছাড়া এর নির্মাণপদ্ধতি ও নির্মাণকর্মে ব্যবহৃত মাল-মসলাও ভিন্নতর। কুতুব মিনারের উচ্চতা ২৩৮ ফুট।


আরো সংবাদ



premium cement