২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`
নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

-

বিশ

ভদ্রলোক বেরিয়ে যেতেই নাভিদ চাপা গলায় জুয়েলকে ডাকল। জুয়েলকে ভেতরে না ঢুকে দরজা ধরে দাঁড়িয়ে থাকতে দেখে নাভিদ বলল, ‘ওই ভদ্রলোক এতক্ষণে কতদুর গেছে বলে তোর মনে হয়?’
‘বেশিদূর যায়নি। কেবলমাত্র গেট খুলে বেরনোর শব্দ শুনলাম।’
‘গাড়ি নিয়ে আসেনি তো?’
‘না।’
‘ঠিক আছে। এখনি তোকে কাজে লাগতে হবে। এই পোশাকটা চেঞ্জ করে অন্য জামাকাপড় পরে নে।’
জুয়েল একটু বিস্মিত স্বরে বলল, ‘ কেন?’
‘তোকে ওই ভদ্রলোককে ফলো করতে হবে। রিকশা নিলে রিকশা নিবি। সিএনজি নিলে সিএনজি। এই নে পাঁচশ টাকা রাখ।’
‘কিন্তু ক্লায়েন্টের পিছু নেবো কেন?’
‘কারণ আছে। এখন সব বলা যাবে না। এভাবে পিছু নিবি যেন বুঝতে পারে কেউ তার পিছু নিয়েছে। কিন্তু সেটা যে আমার অ্যাসিসটেন্ট তা যেন বুঝতে না পারে।’
‘আপনার কথার মাথামুণ্ডু কিছু বুঝতে পারছি না। পিছু নেবো সেটা আবার জানিয়ে।’ (চলবে)


আরো সংবাদ



premium cement