প্লেটো
- ইমরুল হাসান
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ছোট্ট বন্ধুরা,
গ্রিস একটি স্বাধীন দেশ। দেশটি কয়েকশ’ বছর তুর্কি মুসলমানদের শাসনে ছিল। প্রাচীনকালে জ্ঞান-বিজ্ঞান-দর্শনে এ দেশ অগ্রগামী ছিল। তোমাদের হয়তো জানা আছে এ দেশের বিখ্যাত দার্শনিক সক্রেটিস। তার দু’জন বিখ্যাত শিষ্য জেনোফন ও প্লেটো। তারা দু’জনও দার্শনিক। আজ তোমরা জানবে প্লেটো সম্পর্কে। তার জীবনকাল ৪২৭-৩৪৭ খ্রিষ্টপূর্বাব্দ। তিনি রাজবংশের ছেলে ছিলেন। তার আসল নাম অ্যারিস্টক্লিস। তার কাঁধ ছিল চওড়া। তাই তার নাম হয় প্লেটো। গুরু সক্রেটিস কিছু লিখে যাননি। প্লেটো সক্রেটিসের চিন্তাধারা নিয়ে বই লিখেন কয়েকটি। প্রশ্নোত্তরে বইগুলো লেখা। শিষ্যরা যেন প্রশ্ন করছেন আর উত্তর দিচ্ছেন সক্রেটিস। প্লেটোর দু’টি বিখ্যাত বইয়ের নাম ‘ডায়ালগ্স’ ও ‘রিপাবলিক’।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা