২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের চতুর্থ সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)
আমার কাহিনী শুনে ওরা বিস্ময়াবিভূত হয়। বলে, আহা, তোমার বুঝি অনেক কাল নাওয়া খাওয়া হয়নি?
আমি বলি, খাইনি, তাই বেঁচে গেছি। খাওয়া দাওয়ার লোভ সামলাতে না পারলে আর বাঁচতে হতো না।
এই ভিনদেশীরা আমাকে ওদের ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে ভালো করে গোসল করলাম। এই প্রথম ওদের দেয়া খানা পেট পুরে খেলাম। কিছুক্ষণ বিশ্রাম নেবার পর ওরা আমাকে এক জাহাজে করে দরিয়ার ওপারে অন্য একটা দ্বীপের শহরে নিয়ে গেল। সেখানে থাকে ওদের সুলতান। শহরটা ভারি সুন্দর। অনেক দোকানপাট, অনেক লোকের বসবাস। সুলতানের দরবারে যাওয়ার পথে শহরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাল আমাকে। আমাদের বাগদাদের মতোই নানারকম বাহারি জিনিসপত্র পাওয়া যায় সেখানকার বাজারে। পথঘাটগুলোও বেশ চওড়া। (চলবে)


আরো সংবাদ



premium cement