২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`
নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

-

সতেরো.

তার চোখ ছলছল করতে থাকে।
নাভিদ সোফা ছেড়ে উঠে গিয়ে গেস্টদের জন্য এনে রাখা টিস্যু বক্স এগিয়ে দেন শামসুদ্দিন সাহেবের দিকে। শামসুদ্দিন সাহেব নিজেকে সামলে নিয়ে টিস্যু দিয়ে চোখ মুছে বলেন, ‘প্রথম দিন ওরাই ফয়সালের মোবাইল দিয়ে আমার সাথে যোগাযোগ করেছিল, তার আগেই আমাদের খোঁজ পড়ে গিয়েছিল ফয়সালের। রাস্তাঘাট, হাসপাতাল, থানা, পুলিশ, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সব জায়গায় খুঁজেছি। ওর বন্ধুদের কাছ থেকে অজ্ঞাত মেয়ের সাথে ফোনে সম্পর্কের ব্যাপারটা তখন জানতে পারি।’
‘ওরা কোন সময়ে আপনাদের সাথে যোগাযোগ করেছিল?’
‘সন্ধ্যার পরে। রাতের দিকে।’
নাভিদ বুঝদারের মতো মাথা নেড়ে বলল, ‘ঠিকই ধরেছি। মেয়েটার সাথে ফয়সাল সারাটা দিন কাটিয়েছে। ওরা সন্ধ্যার পরেই মেয়েটিকে দিয়ে ফয়সালকে উঠিয়ে নিয়ে গেছে। সারাদিন ফয়সাল একবারও আপনাদের সাথে যোগাযোগ করেনি?’
‘দুপুর পর্যন্ত স্কুলে আছে ভেবে কেউ পাত্তা দেয়নি। তারপর ওর মা কল করে মোবাইল বন্ধ পায়। তারপর থেকেই আমরা খোঁজাখুঁজি করতে শুরু করি। ‘ও’ কখনো একদিনের জন্যও আমাদের ছাড়া বাড়ির বাইরে থাকেনি।’
‘ওদের দাবি কত?’
‘পাঁচ লাখ। টাকাটা পেলেই ফয়সালকে ছেড়ে দেবে। আর শর্ত ছিল কাউকেও জানানো যাবে না।’
‘কিন্তু আপনি আগেই পুলিশকে জানান।’
‘হ্যাঁ। পুলিশে আমার পরিচিত লোক আছে। আর থানায় আগেই খবর দেয়া ছিল। (চলবে)


আরো সংবাদ



premium cement