২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের চতুর্থ সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)

রাখালটা আর আমার দিকে তেমন নজর রাখে না। সে শুধু তীক্ষè দৃষ্টি রাখে আমার সঙ্গীদের ওপর। ওরা নির্বিবাদে খেয়েদেয়ে শুয়ে বসে ঘুমিয়ে দিনকে দিন ঢাউস হতে থাকল। হাবসীরা এবং রাখালও ওদের তদারকি করতে ব্যস্ত হয়ে উঠল। আমি ওদের কাছে যেন এক অবাঞ্ছিত অপাঙ্তেয় হয়ে উঠলাম। নেহাত ফেলে দেয়া যায় না, তাই সাথে রেখেছে আমাকে- ভাবখানা এমনই।
তাদের এমনটা ভাবারই সুযোগ নিলাম আমি। একদিন রাখাল আমাদের নিয়ে বেরিয়েছে। আমি কিছু দূর গিয়েই ধপাস করে পড়ে গেলাম। রাখাল জিজ্ঞেস করল, কী? কী হলোরে তোর?
আমি বললাম, না, কিছু না, মাথাটা কেমন ঘুরে গেল যে?
ব্যামো হয়েছে? আরে ছোঁ! থাক পড়ে তুই এখানে, শকুনে খাবে তোকে।
(চলবে)


আরো সংবাদ



premium cement