স্বর্ণের কথা
- লোপাশ্রী আকন্দ
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বলছি কি জানো, ‘স্বর্ণ’ ধাতুকে দেখা হয় ধনসম্পদ ও সমৃদ্ধির চিহ্ন হিসেবে। সারা বিশে^ই রয়েছে এর চাহিদা। স্বর্ণ মূল্যবান ধাতু। অনেকের কাছে এ ধাতু অমূল্য ধন। স্বর্ণের অপর নাম ‘সোনা’।
স্বর্ণ কোথা থেকে পাওয়া যায়? আগ্নেয়শিলা ও নদীর বালুর মধ্য থেকে পাওয়া যায়। পৃথিবীর অনেক দেশে সোনার খনি আছে। এটি উৎপাদনে বিশ্বে প্রথম স্থানের অধিকারী কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। পৃথিবীর মোট সোনার অর্ধেকের বেশি উৎপাদন করে ওই দেশ। সোনা উৎপাদনে দ্বিতীয় স্থানের অধিকারী কোন দেশ? কানাডা।
সোনার ইংরেজি কী? Gold. সোনা কী কাজে লাগে? এটি দিয়ে তৈরি করা হয় অলঙ্কার, ওষুধ, স্বর্ণমুদ্রা, বিলাসদ্রব্য ইত্যাদি। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ঘাটতি দেখা দিলে সোনা দিয়ে তা পূরণ করার রীতি আছে। মনে রেখো, আমাদের দেশে এখনো কোনো সোনার খনি আবিষ্কৃত হয়নি।
সোনার গয়নার কারিগরকে স্বর্ণকার বলে। সোনার ব্যবসায়ীকে কী বলা হয়? স্বর্ণ ব্যবসায়ী।
বড় হয়ে এ ধাতু সম্পর্কে তোমরা আরো বেশি জানতে পারবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা