০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`
নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

-

দশ.

নাভিদ হেসে বলল, ‘হ্যাঁ। আমার অ্যাসিসটেন্ট। গহর গোয়েন্দা জহর অ্যাসিটেস্ট।’
‘বেশ।’ চায়ে লম্বা চুমুক দিয়ে পুলিশ অফিসার শরীর টান টান করে উঠে দাঁড়ায়। নাভিদকেও বিস্কুট রেখে উঠে দাঁড়াতে হয়। সামিউল হাত বাড়িয়ে বলল, ‘পরিচিত হয়ে খুশি হলাম।’ কিন্তু তার মুখ দেখে ততটা খুশির আভাস পাওয়া যায় না।
নাভিদও হাসিমুখে বলল, ‘প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করব। আর তেমন কোনো সহযোগিতার দরকার পড়লে স্মরণ করলে খুশি হবো।’
সামিউল হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ‘তা তো অবশ্যই। আপনাদের মতো হিরোকে তো দরকার হবেই। দরকার হলেই জানাব।’
পুলিশের গাড়ি শব্দ করে চলে যেতেই জুয়েল হতাশ গলায় বলল, ‘ব্যাটা খাজুরে আলাপ করতে এসে বিশ টাকা খসিয়ে দিয়ে গেল। এমনিতে টাকার টানাটানি। কাজের নামে ঢো ঢো...পুলিশের গাড়ি ভোঁ ভোঁ।’
‘কিরে স্বভাব কবি হয়ে উঠলি নাকি?’
‘আরো কত কি হই দেখেন না? একটা কাজ না জুটলে কাব্যচর্চাই করে খেতে হবে।’
‘তোর কাকতালীয় ব্যাপারের কি হলো? মিলল কিছু?’
‘নাহ। কাক তালের উপরে বসেছিল ঠিকই। কিন্তু পড়ল না। কাঁচা তাল যে!’
‘তাহলে অপেক্ষা কর। তাল পাকুক।’
সেদিন বিকালেই কাকতালীয় ব্যাপার ঘটল। না থানা থেকে কোনো কেস তাদের হাতে এলো না।
(চলবে)


আরো সংবাদ



premium cement