০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`
জানা-অজানা

খাল কী

খাল কী -

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই খাল দেখেছ। বলতে পারো, খাল কী? সাধারণ অর্থে খাল বলতে বোঝায় গর্ত, খানা, খাত, গহ্বর বা নিম্নভূমি। এ ছাড়া ডোবাকেও খাল বলে। বিশেষ অর্থে পরিখা, নালা ও প্রণালীকেও বলে খাল। খাল দুই প্রকার- প্রাকৃতিক খাল ও কৃত্রিম খাল। এগুলো ছোটও হতে পারে, আবার বড়ও হতে পারে। বড় বড় খালে জাহাজ, স্টিমার, নৌকা ইত্যাদি চলে। খালের ইংরেজি Canal. এবার খালের ছবি দেখো।


আরো সংবাদ



premium cement