সিন্দাবাদের চতুর্থ সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
(গত দিনের পর)
এবারো আমি বাছাই করা অনেক নামিদামী ও বাহারী পণ্যসামগ্রী সওদা করলাম বাগদাদ নগরী থেকে। এমন সব জিনিসপত্রের সামান তৈরি করলাম যা বিদেশের বাজারে সহজে মেলে না।
দিনক্ষণ দেখে একদিন বসরার সমুদ্রবন্দর থেকে বিরাট এক সওদাগরি জাহাজে চেপে বসলাম। সওদাগরদের মধ্যে আমার পরিচিতও ছিল বেশ কয়েকজন।
দিনের পর দিন জাহাজ চলছে। একদিন কাপ্তান এসে বললেন, এখনি ঝড় উঠবে। আর এক বাউ-ও এগোনো যাবে না। জাহাজ এই মাঝসমুদ্রেই নোঙর করাতে হবে।
ঝড়ের কথা শুনে বুক শুকিয়ে গেল আমার। না জানি এবার কি বিপদই না ঘটে। যদি উত্তাল ঢেউয়ের দাপট সহ্য করতে না পেরে জাহাজটাই উল্টে যায়! এমন কথা ভাবতে না ভাবতেই ঈশান কোণ অন্ধকার করে ঝড় ওঠে এলো। প্রচণ্ড ঢেউ উঠল সাগরে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা