সিন্দাবাদের তৃতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
(গত দিনের পর)
তখন সেই অন্ধকারে, গাছ থেকে নেমে পালাবারও উপায় নেই। মরি বাঁচি এই গাছের ডাল অঁাকড়ে ধরেই রাতটা কাটাতে হবে। প্রাণের আশা ছেড়ে দিয়ে শুধু আল্লাহর নাম জপ করতে থাকি।
সকাল হলো। দেখলাম সাপটা চলে গেছে। আস্ত একটা মানুষ গিলে খেয়েছে বিধায় তার আর ক্ষুধা ছিল না। তা না হলে আমিই হয়তো হতাম তার দ্বিতীয় খোরাক। আমি গাছ থেকে নেমে পড়ি। তখন আমার মাথায় শুধু একমাত্র চিন্তা এই সর্পপুরী থেকে কিভাবে পালাতে পারি? ভেলায় চড়ে আবার সমুদ্রপাড়ি জমাব। তাতে যদি ডুবেও মরি, কোনো দুঃখ নেই। তবুও তো সাপের পেটের খোরাক হলাম না।
সকালে সমুদ্রের দিকে ছুটে চললাম। কিছুদূর যেতেই আমার বিবেক বাধা দিতে লাগল। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা