১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`
জানা-অজানা

পাহাড়ের চূড়ায় বরফ জমে কেন

পাহাড়ের চূড়ায় বরফ জমে কেন -

ছোট্ট বন্ধুরা,
প্রচণ্ড গরমে নদীনালা, পুকুর, খাল-বিল সব শুকিয়ে একাকার হয়ে যায়। এ সময়ও পাহাড়ের মাথায় বরফ জমে থাকে। এমনকি বাতাসে বরফ রাখলে যখন চোখের পলকে গলে শেষ তখনো ওই ঘটনা দেখা যায়। কিন্তু কেন?
আসল কথা হচ্ছে, আমরা ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে উঠতে থাকব ততই বাতাসের চাপ কমতে থাকবে। তার মানে হচ্ছে, ওপরের দিকে বাতাস ক্রমেই হালকা হয়ে যায়। আবার উপরের দিকে তাপমাত্রাও ততই কমতে থাকবে। এক হিসাবে দেখা গেছে, ভূপৃষ্ঠ থেকে প্রতি হাজার ফুট উচ্চতার জন্য তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি ফারেনহাইট করে কমে যায়। এভাবে কোনো গরম গ্যাস উপরের দিকে গেলেই তা ক্রমেই ঠাণ্ডা হয়ে যায়। আর তাই ভূপৃষ্ঠ যতই গরম হোক না কেন পাহাড়ের কয়েক হাজার ফুট উঁচুতে এলে তাপমাত্রা অনেক সময় শূন্যের নিচে চলে যায়। আর তাই পাহাড়ের চূড়ায় বরফ জমে যায়। এবার ছবি দেখো।


আরো সংবাদ



premium cement