০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের তৃতীয় সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)

কিন্তু ততক্ষণে আমাদের ভেলা তার নাগালের বাইরে চলে এসেছে।
আল্লাহর দয়ায় হাওয়া অনুকূল হলো। একটানা দু’দিন দু’রাত্রি চলার পর আমরা একটা নতুন দ্বীপে এসে ভিড়লাম। নতুন জায়গা, কিছুই জানি না। সুতরাং খানাপিনা সেরে আমরা একটা বড় গাছের ডালে উঠে সেই রাতটা কাটালাম। মনে হলো ভালোই কাটল রাতটা। কিন্তু ... সকাল বেলা অন্ধকার কেটে যেতেই নজরে পড়লো বিশাল আকৃতির কয়েকটা সাপ গাছের গোড়ায় ঝুলে আছে। ভয়ে প্রাণ শুকিয়ে গেল আমাদের। সাপের চোখগুলো যেন জ্বলন্ত ভাঁটা। লেলিহান জিহ্বা বের করে আমাদের দিকে জ্বলজ্বল করে তাকাচ্ছে। হঠাৎ একজনের আর্তচিৎকারে তাকিয়ে দেখি, আমাদের একজনকে পঁ্যাচ দিয়ে চেপে ধরেছে একটি সাপ।
(চলবে)


আরো সংবাদ



premium cement