সন্ধান অবশেষে
- মোহাম্মদ আব্দুল্লা হেল বাকী
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
তেইশ.
এই দিনটার কথা মনে করে সারা বছর মানুষ বিনোদিত হয়। বিশাল দুই পাকুড় গাছের নিচে এই মেলা বসে।
অনেক দূর-দূরান্ত থেকে দোকানিরা আসে। অনেক মানুষের জমায়েত হয়। আয়োজক কমিটির মাঝে তোড়জোড় শুরু হয়ে যায়। মেলাকে সফল করতে তাদের চেষ্টার কোনো কমতি নেই। থানায় পুলিশ চেয়ে আবেদন করে। মেলার এক কোনায় নিরাপত্তা চৌকি বসানো হয়। মেলা দুই দিন ধরে চলে। প্রথম দিন নৌকা বাইচ। পরের দিন ঘৌড়দৌড়। গ্রামের মানুষের কাছে খুবই উপভোগ্য এই দুদিন। এবারও যথাযথভাবে মেলার আয়োজন হয়েছে। বড়দের চেয়ে ছোটদের উচ্ছ্বাস বেশি। কেউ এসেছে বাপের হাত ধরে। কেউ কাঁধে চড়ে। কেউ বা অন্য কারও হাত ধরে। অনেক দূর থেকে বাচ্চাদের ভেঁপু বাজানোর শব্দ শোনা যাচ্ছে। ঘৌড়দৌড়ের দিন অনেক মানুষের হুড়োহুড়ি শুরু হয়ে গেল। মেলা কমিটিকে অনেক বেগ পেতে হলো-এই মানুষ সামাল দিতে। সময় শেষ হয়ে যায়। মেলার সময়ও শেষ হয়ে আসছে। এক ঝাঁক বলাক-বলাকা উড়ে যাচ্ছে দূরের কোনো গ্রামে। পশ্চিমাকাশে গোধূলির আভা। মনে হচ্ছে পশ্চিমাকাশ জুড়ে বিষাদের কবিতা লেখা। এমন সময় নিরাপত্তা চৌকির সামনে দাঁড়াল একজন। পরনে লুঙ্গি। খাটো করে পরা। গায়ে হাওয়াই শার্ট।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা