মেরু খেঁকশিয়াল
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
ছোট্ট বন্ধুরা,
তোমরা খেঁকশিয়ালের নাম শুনেছ। কেউ কেউ হয়তো দেখেছ। মেরু খেঁকশিয়ালের নাম শুনেছ কি? মেরু খেঁকশিয়াল কী? এটি এক ধরনের ছোট খেঁকশিয়াল। এর অপর নাম শ্বেত খেঁকশিয়াল, আর্কটিক খেঁকশিয়াল বা তুষার খেঁকশিয়াল। এটি কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়?
উত্তর গোলার্ধের আর্কটিক অঞ্চলে এটি পাওয়া যায়। আর্কটিক তুন্দ্রা অঞ্চলের সর্বত্রই এ শিয়াল দেখা যায়।
মেরু খেঁকশিয়াল মাংসাশী প্রাণী। তার মানে এরা মাংস খায়। এরা আর্কটিক খরগোশ, লেলিংগ, ডিম ও বরফে টিকে থাকা মরা প্রাণীর মাংস খায়। মেরু খেঁকশিয়াল ৮৩ থেকে ১১০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। পুরুষ মেরু খেঁকশিয়ালের গড় ওজন ৩.৫ কেজি আর স্ত্রীর ওজন ২.৯ কেজি। এদের লেজ বেশ লম্বা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা