সিন্দাবাদের তৃতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ০৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
(গত দিনের পর)
এবার আমরা নিশ্চিন্ত হয়ে সমুদ্রের ধারে এসে ভেলায় উঠে পড়ি।
ভাবলাম পথের কাঁটা দূর হয়েছে। কিন্তু না, ভেলাটা তখনো তীর ছেড়ে খুব বেশিদূর যায়নি। দেখলাম, একটা কালো কদাকার মেয়েদৈত্য ওই অন্ধ হওয়া দৈত্যটার হাত ধরে ছুটতে ছুটতে তীরের দিকে আসছে। মেয়েটা একখণ্ড পাথরের চাঁই এনে দিলো দৈত্যটার হাতে। আর প্রচণ্ড বেগে সেটি ছুঁড়ে মারল সে আমাদের ভেলা বরাবর। চোখে দেখতে না পেলে কি হবে, নিশানা একেবারে ব্যর্থ হয়নি। আর একটু হলেই ভেলার মাঝখানে পড়তো চাঁইটা। নেহাৎ বরাতের জোর! এক দিকের কানায় লেগে কাত হয়ে গেল ভেলাটা। সেই সাথে আমাদের আরো দুটি সহযাত্রী বন্ধু পাথরের আঘাতে প্রাণ হারালো। এরপর দৈত্যটা আরও কয়েকটা পাথরের চাঁই ছুড়ে মেরেছিল আমাদের দিকে।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা