সন্ধান অবশেষে
- মোহাম্মদ আব্দুল্লা হেল বাকী
- ০৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাইশ.
কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছিনে । আমরা লেগে আছি। তার বাড়িতে গিয়েছিলাম। তার মা-বাবার সাথে কথা বলেছি। তারা কেউ কিছু বলতে পারে না। তাদের মোবইল নম্বর এনেছি। আড়িপেতে রেখেছি। কিন্তু তার কোনো হদিস পাচ্ছিনে। ব্যাপারটা অনেক রহস্যজনক। বস বললেন, মাথা খাটান। রহস্য উদ্ঘাটিত হয়ে যাবে। খুনি, নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। আর আপনি তাকে ধরার জন্য চেষ্টা করছেন। কাজেই তাকে ধরা একটু কঠিন হবেই। তাকে বুদ্ধি দিয়ে পরাস্ত করতে হবে। তার কোনো ছবি আপনাদের কাছে আছে? ‘জি স্যার, তার শাড়ি পরা একটা ছবি আমাদের কাছে আছে,’ সাবইন্সপেক্টর সাহেব বললেন। বস বললেন,সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবিটা দিয়ে একটা বিজ্ঞাপন দিয়ে দিন। পুরস্কার ঘোষণা করুন। দেখবেন সাড়া পাবেন। তা-ই করা হলো। কোনো লাভ হলো না। দিন যায়। মাস যায়। বছর পেরিয়ে গেল। কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
বিশাল নৌকা বাইচের আয়োজন করা হয়েছে-বহ্ম্রপুত্র নদে। প্রতি বছর শ্রাবণ মাসে নৌকা বাইচ হয়। এ উপলক্ষে নদের পাড়ে মেলা বসে। আশে-পাশের কয়েক গ্রামের মানুষের আনন্দের উপলক্ষ এটা।
মেয়েরা বাপের বাড়ি নাইয়র যায়। ছেলে-মেয়েরা প্রতিক্ষার দিন গোনে।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা