গিরিপথ কী
- সেলিম বুলবুল চৌধুরী
- ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
তোমরা হয়তো গিরিপথ সম্পর্কে জানো।‘গিরিপথ’ শব্দটির সাথে হয়তো তোমাদের অনেকেই পরিচিত। এক ধরনের পাহাড়ি বা পার্বত্য পথের নামই গিরিপথ।
অনেক ক্ষেত্রে পাহাড় পেরিয়ে এপার থেকে ওপারে যাওয়া যায় না। তবে পাহাড়ের এপার থেকে ওপারে যাওয়ার অনেক সময় স্বাভাবিক পথ থাকে। এ পথগুলো কখনো উঠে-নেমে বহু দুর্গম স্থান হয়ে চলে গেছে। মাঝে নদী, খাদ- কত যে প্রাকৃতিক বাধা! তবু মানুষ বাধাপূর্ণ এ পথ দিয়েই পাহাড়-পর্বত পার হয়। আর এ পথকেই বলে গিরিপথ বা গিরিবর্ত।
বোলান ও খাইবার গিরিপথ বিখ্যাত। এ দু’টি পথ পাহাড়-পর্বত পেরিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের সাথে সংযুক্ত করেছে।
পাকিস্তানের কোয়েটা আর আফগানিস্তানের কান্দাহারকে যে পার্বত্য পথ যুক্ত করেছে তার নাম বোলান গিরিপথ। এ পথের দু’ধারে উঁচু পাহাড়, মাঝ দিয়ে চলে গেছে খাদের মতো সরু পথ। উঁচু থেকে নিচের দিকে নেমে গেছে পথটি।
খাইবার গিরিপথ একটি সরু পার্বত্য পথ। এটি পাকিস্তানের পশ্চিম পাঞ্জাব ও আফগানিস্তানকে সংযুক্ত করেছে। এ পথের দৈর্ঘ্য প্রায় ৫৩ কিলোমিটার। একটি স্থানে পথটি মাত্র তিন মিটার চওড়া। এ পথে বারবার বাইরের সেনাদল এসে ভারতীয় উপমহাদেশ আক্রমণ করেছে। ব্রিটিশ প্রদেশ স্কটল্যান্ডের কিলিক্র্যাঙ্কি গিরিপথও বিখ্যাত। এ পথের ওপর দিয়ে রেল লাইন স্থাপন করা হয়েছে। এ ছাড়া সড়কও আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা