০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের তৃতীয় সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)
একটু পরে রাক্ষসটার খাওয়া-দাওয়া শেষ হলে নাক ডেকে ঘুমিয়ে পড়ে। আমরা ইতোপূর্বে ইয়া বড় দুইটা লোহার সিক জোগাড় করে এনে উনুনের মধ্যে রেখে দিয়েছিলাম।
গনগনে আগুনে লাল টকটকে হয়ে উঠল সেই সিক দু’টি। তারপর দু’জনে দু’খানা তুলে এনে এক সঙ্গে ঢুকিয়ে দিলাম দৈত্যটার দুই চোখে। যন্ত্রণায় আকাশ-ফাটা আর্তনাদ করে ওঠে দৈত্যটি। কিন্তু ততক্ষণে আমাদের কাজ হাসিল হয়ে গেছে। বিকটভাবে দাঁত-মুখ খিঁচিয়ে সে আমাদের দিকে তেড়ে আসে। কিন্তু এলে কি হবে, চোখ দুটো তো গেছে ওটার। আন্দাজে কি করে ধরতে পারবে আমাদের? আমরা ওর সঙ্গে লুকোচুরি খেলা করতে করতে পাশ কাটিয়ে বেরিয়ে যাই। নিরুপায় হয়ে দৈত্যটা তখন গোঙাতে গোঙাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়।
(চলবে)


আরো সংবাদ



premium cement