সিন্দাবাদের তৃতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০৫
(গত দিনের পর)
সবাই আমার কথায় সায় দিলো। বহুৎ আচ্ছা, চমৎকার প্রস্তাব!
আমরা সকালে সমুদ্র-সৈকতে গিয়ে কাঠের গুঁড়ি দিয়ে বিশাল আকারের একটা ভেলা বানালাম। নানারকম কাঁচা পাকা ফলমূল এতে রাখলাম ভেলাতে। বেশ কিছু দিনের খাবার সঙ্গে থাকা দরকার। না জানি কতদিন সাগরে ভেলায় ভেসে থাকতে হয়। নতুন দ্বীপের কিংবা কোনো জাহাজের সন্ধান যে কবে পাবো, তা কি বলা যায়? ভেলাটি সাগরে ভাসিয়ে রেখে আমরা আবার দৈত্যপুরীতে ফিরে আসি। যথাসময়ে রাক্ষসটা গোঙাইতে ঘোঙাইতে নিচে নেমে আসে। যথারীতি এক এক করে বাছাই করার পর পছন্দমতো একজনকে কড়াই-এ চাপায় সে। এমন বীভৎস কাণ্ড দেখে দেখে অনেকটা গা-সওয়া হয়ে গিয়েছিল আমাদের। তবুও চোখ বন্ধ করে পড়ে রইলাম সবাই। সেই সাতে আমাদের আরো এক বন্ধুকে হারালাম। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা