সিন্দাবাদের তৃতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ০১ জানুয়ারি ২০২৫, ০০:০০
(গত দিনের পর)
এরপর আমি উঠে আমার বক্তব্য পেশ করি। শুনুন শেখ সাহেবরা, দৈত্যটাকে যদি মারতে পারি তো খুব ভালো। কিন্তু না যদি পারি সে ক্ষেত্রেও তো একটা উপায় ভাবতে হবে। আমি বলি কি, আমরা একটা কাঠের ভেলা বানাই। আমি দেখেছি সমুদ্রের ধারে অনেক কাঠের গুঁড়ি পড়ে রয়েছে। সেগুলো দিয়ে আগে একটা ভেলা বানিয়ে নিই। বিপদ আসার পর ওটায় চড়ে আমরা সাগরে ভেসে যাব। পরে মাঝ দরিয়ায় যা হয় হবে। আল্লাহ যদি মুখ তুলে চান, নিশ্চয়ই কোনো জাহাজের নাবিক আমাদের তুলে নেবে। নতুবা কোনো নতুন দ্বীপে গিয়ে ভিড়বে আমাদের ভেলা! আর যদি সাগর পথে ডুবেই মরি, সে-ও তো এর চেয়ে অনেক ভালো। এই অবধারিত অপমৃত্যুর চেয়ে সাগরে ডুবে মরাটাই শ্রেয়। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা