০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`
নি ত্যো প ন্যা স

সন্ধান অবশেষে

-

উনিশ.

তারা কয়েকবার হিসহিস শব্দ করল। সাপের কোনো নড়াচড়া নেই।
তারা ভালো করে খেয়াল করে দেখলেন, ওটা মণি নয়। সাপের খোলস। সাপ ঝরিয়ে দিয়েছে তার খোলস। সেটা মাথায় আটকে আছে। ওটার ওপর টর্চের আলো পড়ে জ¦লজ¦ল করছে। তারা একটা ঘোরের মধ্যে ছিলেন। কীভাবে এত সময় চলে গেছে-খেয়াল করেননি।
পূর্বদিকে তাকিয়ে দেখে সুবেসাদেক। তাদের দলনেতা বললেন, আমাদের আজকের অভিযান এখানেই শেষ। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো। তারা নাম না জানা একটা গাছের নিচে সবাই গা এলিয়ে বসলেন। সবুজ ঘাসের গালিচা। সবার চোখে কৌতূহল। ভাষা। তাদের দিকে তাকিয়ে গল্প বলা শুরু করলেন তাদের দলনেতা।
‘আমার চাকরির বয়স পনেরো। শুরুর কিছুদিন পর থেকেই পিবিআই এ কাজ করেছি। বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। মানুষ খুব সামান্য বিষয় নিয়ে খুন করতে পারে। অনেক সময় ক্ষণিকের উত্তেজনার বসে, অনেক সময় হতবুদ্ধি হয়ে ঝোঁকের বশে খুন করে বসে। খুনি ভাবে, খুন করলে ঝামেলা শেষ। আসলে ঝামেলার শুরু হয়।
খুব সম্প্রতি আমি একটা খুনের রহস্য উ˜্ঘাটন করেছি। রহস্য উদ্ঘাটনের আগে আমিও ভাবতে পারিনি-এরকম ঘটনা ঘটতে পারে। এক লোক তার আপন বড় বোনকে খুন করেছে। (চলবে)


আরো সংবাদ



premium cement

সকল