০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের তৃতীয় সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)
এরপর আগের মতো সেই বেঞ্চের ওপর শুয়ে পড়ল এবং কিছুক্ষণ পর আবার মোষের মতো নাক ডাকাতে লাগল। যথারীতি পরদিন সকালে ঘুম থেকে উঠে কোনো দিকে ভ্রুক্ষেপ না করে আবার সে উপরে উঠে গেল!
আমরা ঠিক করলাম, না, এই নারকীয় বীভৎস কাণ্ড আর সহ্য করা যায় না। এর চেয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা ঢের ভালো। মরিয়া হয়ে উঠছি সকলে। আজ যা হয় একটা এসপার-ওসপার করতেই হবে। আমাদের একজন উঠে দাঁড়িয়ে বলল, শুনুন ভাইসব, নিজেরা একে একে নিহত হওয়া অথবা আত্মহত্যা করার চেয়ে ওই দৈত্যটাকে হত্যা করার ফিকির খোঁজা কি ভালো না? মরতে তো হবেই। তাই বলে এভাবে মরা কেন? আসুন আমরা আমাদের শক্রকে নিধন করি। তার জন্যে যদি আমাদের কয়েকজনের মৃত্যু আসে, আসুক। সেটি বরং বীরত্বের মৃত্যু হবে। (চলবে)


আরো সংবাদ



premium cement