সিন্দাবাদের তৃতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
হয়তো এক রাতেই সদল-বলে প্রাণ খোয়াতে হবে। তার চাইতে যার নসীবে যা আছে, তাই হবে। রাক্ষস পুরীতেই যাওয়া যাক। যার বরাত খারাপ, আজ রাতে তার প্রাণটা যাবে। বাকিরা তো বাঁচবে। আমরা সেই রাক্ষস প্রাসাদেই ফিরে এলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না।
কিছুক্ষণের মধ্যেই দৈত্যটা আবার নেমে এলো মেঝের তলায়। আবার সে গত রাতের মতো এক এক করে সবার দেহ পরীক্ষা করে দেখতে লাগলো। কোনটা ওজনে বেশি ভারী, সেই পরীক্ষা আর কি। শেষ পর্যন্ত একজনকে বেছে নিয়ে একই কায়দায় ঘাড় আর কোমড় ধরে মটকিয়ে ছিঁড়ে ফেললো তাকে। শুধু এক মরণ চিৎকার শুনলাম আমাদের সেই বন্ধুর। তারপর তার দেহটা কড়াইয়ের তেলে আধাসিদ্ধ করে ভেজে খেলো তাকে। আর হাড়গুলো বেছে বেছে ছুড়ে ফেলে দিলো আমাদের দিকে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা