২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জানা অজানা

কায়াক

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা তো উত্তর মেরুর নাম শুনেছ, তাই না? এখানকার অধিবাসীরা এক ধরনের হালকা নৌকা ব্যবহার করে। এ নৌকাকে বলে কায়াক।
কায়াকের কাঠামো তৈরি করা হয় তিমির হাড় এবং পানিতে ভেসে আসা কাঠ দিয়ে। সিলের চামড়া দিয়ে এ কাঠামো ঢেকে দেয়া হয়। এর উপর-নিচ সব সিলের চামড়ায় ঢাকা। সিল একধরনের সামুদ্রিক প্রাণী। কায়াকে মাত্র একজন চলাচল করতে পারে। চালক কায়াকে পা ছড়িয়ে বসে থাকে।
এ নৌকা শুধু হালকাই নয়, দ্রুতগামীও। এস্কিমোরা কায়াকে করে সিল ও সিন্ধুঘোটক শিকারে যায়।


আরো সংবাদ



premium cement