২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নেনেট্স মানুষ

নেনেট্স মানুষ -

জানো, নেনেট্স একটি ক্ষুদ্র জাতি। জনসংখ্যা প্রায় ৫০ হাজার। এ জাতির বেশির ভাগ মানুষ বাস করে রাশিয়ার ইয়ামালো-নেনেট্স ওকরুগ ও নেনেট্স স্বশাসিত ওকরুগে।
শিকার ও মাছ ধরা এদের জীবিকা। এরা মাংস খেতে পছন্দ করে। বল্গাহরিণের মাংস এদের প্রধান খাদ্য। কিন্তু গ্রীষ্মকালে মাংসের অভাব দেখা দিলে এরা মাছ ধরে এবং এ সময় মাছই এদের প্রধান খাদ্য। বরফে গর্ত করে নিচ থেকে মাছ ধরতে এরা পটু।
অনেক নেনেট্স এখনো এদের ঐতিহ্যবাহী পোশাক পরে। এগুলো তৈরি করে নারীরা। নেনেট্স পুরুষ পরে মালিত্সা। এটি তৈরি করতে লাগে প্রায় চারটি বল্গাহরিণের চামড়া। এ পোশাকের ভেতরের অংশে পশম থাকে এবং বাইরে থাকে লেদার। নারীরা পরে ইয়াগুশ্কা, যা তৈরি করতে লাগে প্রায় আটটি বল্গা হরিণের চামড়া। এ পোশাক খুবই শীত-নিবারক।
নেনেট্স জাতি সামোয়েদিক জাতির একটি অংশ হিসেবে বিবেচিত। এরা কথা বলে নেনেট্স ভাষায়। রুশ ভাষাও জানে। নেনেট্স ভাষার রয়েছে দু’টি উপভাষা- তুন্দ্রা ও বন উপভাষা।
নেনেট্সদের কেউ বিশ্বাস করে খ্রিষ্ট ধর্মে আবার কারো বা বিশ্বাস রয়েছে সামানিবাদে।
নেনেট্সদের বসতবাড়িকে বলে চাম। বল্গাহরিণের চামড়া ও কাঠের খুঁটি ব্যবহার করে এগুলো তৈরি করা হয়। এসব বাড়িতে নারী ও পুরুষের বসবাসের জন্য আলাদা অংশ আছে।
সোভিয়েত যুগে (১৯২২-১৯৯১) নেনেট্স জীবনধারায় বিরাট পরিবর্তন দেখা দেয়। স্থায়ী খামারে বসবাসের জন্য এদের বাধ্য করা হয়। সোভিয়েত যৌথ খামার নীতি এদের সাংস্কৃতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত করে। রাষ্ট্রীয় বোর্ডিং স্কুলে নেনেট্স ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করা হয়। এদের পেশায় বেশ পরিবর্তন আসে। এদের মধ্যে কবি-সাহিত্যিক তৈরি হয়। তবে শিল্পকারখানা স্থাপনের ফলে এখানকার পরিবেশও বেশ দূষিত হয়।
নেনেট্সরা সাধারণত খাটো শারীরিক কাঠামোর। পুরুষের গড় উচ্চতা ১৫৮ সেন্টিমিটার। এরা মোটাসোটা। এদের মুখমণ্ডল প্রশস্ত ও চেপ্টা ধরনের। এদের গায়ের রঙ শ্যাম বা কালো। চুল ও চোখ কালো বা বাদামি বর্ণের।
১৯৭০-এর দশকে নেনেট্স এলাকায় তেল ও গ্যাস আবিষ্কার হয়। এরপর বাইরের জাতিগুলোর সাথে নেনেট্সদের যোগাযোগ বৃদ্ধি পায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরেও নেনেট্সদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। অর্থনৈতিক বিকাশ ভালো।


আরো সংবাদ



premium cement