সন্ধান অবশেষে
- মোহাম্মদ আব্দুল্লা হেল বাকী
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চৌদ্দ.
মিল্কিওয়ে গ্যালাক্সির এক পাশ থেকে অন্য পাশে আলো যেতে সময় লাগে প্রায় এক লাখ বছর। এই গ্যালাক্সির মধ্যে নক্ষত্র আছে প্রায় ১০০ বিলিয়ন। আর আমাদের এক হাজার ৪০০ গ্রাম ওজনের ছোট্ট মস্তিষ্কে নিউরন আছে প্রায় ৮৬ বিলিয়ন। এর খুব সামান্য অংশ মানুষ জানে। বাকিটা অজানা। রহস্য। আমাদের বিপদের সময় হয়ত মস্তিষ্ক ওই হাসির শব্দ শুনিয়ে সাহস জুগিয়েছে।
ডিএনএ টেস্টের ফলাফল এসে গেছে। জানা গেল ওটা আব্দুস শাকুর সাহেবের লাশ নয়। সবার মাঝে একটু আনন্দ। স্বস্তি। তার পরিবারের সবাই আবার স্বপ্ন দেখছেন। তিনি ফিরে আসবেন। আবার আলো জ¦ালবেন । তবে ওটা আব্দুস শাকুর সাহেবের লাশ না হলেও কারও না কারও লাশ। এটা খুঁজে বের করাও পুলিশের কাজ। তাদের সামনে এক জটিল সমস্যা। সুরতহাল রিপোর্টে দেখা যাচ্ছে-লাশের জামায় একটা আলগা নখ ছিল। নখটা অসাধারণ। দামি। এই নখ সব দোকানে পাওয়া যাবার কথা নয়। হাতেগোনা দু-একটা বিউটি পার্লারে পাওয়া যেতে পারে। এটা ধরে আগানো যেতে পারে। মনে হচ্ছে কোনো নারীর হাতে খুন হয়েছে। আবার নাও হতে পারে। তবে এটি একটা ক্লু। মাথার বাম পাশে আঘাতের চিহ্ন। আর কোথাও আঘাতের চিহ্ন নেই।
পুলিশের সাবইন্সপেক্টর সাহেব আলগা নখটা নিয়ে কয়েকটা পার্লারে যোগাযোগ করলেন।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা