সিন্দাবাদের তৃতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
এক এক করে আমাদের সবার উপর চোখ বুলিয়ে নিলো সে। তারপর ওঠে এসে সিংহের মতো থাবা দিয়ে আমার ঘাড়টা চেপে ধরল।
ছোট্ট একটা ইঁদুর ছানার মতো আমার দেহটাকে শূন্যে তুলে এদিক ওদিক ঘোরাতে লাগলো। ফের কী খেয়াল হলো, আমাকে মেঝের ওপর ছুড়ে দিয়ে আর একজনের ঘাড়ে থাবা বসালো। হয়তো আমার কৃশকায় দেহটা তার পছন্দসই হলো না। কিন্তু আমাকে ছেড়ে যাকে ধরল তাকেও দুই একবার দুলিয়ে ছুড়ে ফেলে দিলো। এভাবে এক এক করে সে সবার দেহের ওজন নিরিখ করে দেখতে লাগল। সবশেষে সে এলো কাপ্তানের কাছে।
কাপ্তানের শরীরটা বেশ মোটাসোটা তাগড়াই। যেমন লম্বা তেমনি চওড়া। তাকে দেখে দৈত্যাটার মুখে হাসি ফুটে ওঠে। অর্থাৎ খুব পছন্দ হয়েছে তাকে।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা