সন্ধান অবশেষে
- মোহাম্মদ আব্দুল্লা হেল বাকী
- ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
তেরো.
পায়ের ছাপ দেখে দেখে তারা এগোচ্ছে। মনে হচ্ছে কেউ একজন পেছন থেকে ঠেলে নিয়ে যাচ্ছে। হঠাৎ মৃদু আজানের ধ্বনি শুনতে পেল। তাদের সাহস আরও বেড়ে গেল।
আস্তে আস্তে তারা দরজার কাছে চলে আসল। কিন্তু তারা কেউ বুঝতে পারেনি। দরজার কাছাকাছি যেতেই দরজা হাট করে খুলে গেল। সূর্যের আলো তাদের চোখে লাগল। তারা কী যে খুশি! সবার মাঝে এক আকাশ আনন্দ। তারা ঘাসের গালিচায় চিৎ হয়ে শুয়ে পড়ল। আজকের আকাশটা খুব সুন্দর। নীল আকাশে দুধের সরের মতো মেঘ। সবাই খলবল করে কথা বলতে লাগল। কার কেমন লেগেছে-বলতে লাগল। কত কী মনে জেগেছে তাদের! প্রায় সবাই ভেবেছেন তাদের আজ গুহাসমাধি হবে। সাবইন্সপেক্টর সাহেব বললেন, ‘কখনো বিপদে অধৈর্য হবেন না। যত বিপদই আসুক-মাথা ঠাণ্ডা রাখবেন। সমাধান পেলেও পেতে পারেন। আর মাথা গরম করলে সমাধান পাওয়ার কোনো সম্ভাবনা নেই। মনে সাহস রাখবেন। মরার আগে মরবেন না।’ হাসির শব্দটার কথা সবাই বলল। কে এভাবে হাসতে পারে! সাবইন্সপেক্টর সাহেব বললেন, ‘এই দুনিয়া বড় রহস্যময়। দুনিয়ার অনেক রহস্যের কোনো কূলকিনারা মানুষ খুঁজে পায়নি। হতে পারে কোনো অশরীরী প্রাণী আমাদের সঙ্গ দিয়েছে গুহায়। তাছাড়া মানব মস্তিষ্ক এক ইউনিভারস।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা