২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জানা-অজানা

র‌্যাফলেসিয়া আরনল্ডি

র‌্যাফলেসিয়া আরনল্ডি -

ছোট্ট বন্ধুরা,

তোমরা বিভিন্ন ধরনের ফুল সম্পর্কে জানো। সবচেয়ে বড় ফুল সম্পর্কে জানো কি? হয়তো জানো। সবচেয়ে বড় ফুলের নাম র‌্যাফলেসিয়া আরনল্ডি (Rafflesia arnoldii)। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় এ ফুল বেশি দেখা যায়। ফুলটি প্রায় ৯ মিটার পর্যন্ত চওড়া হতে পারে।
ফুলের গাছ পরগাছা-জাতীয়। তার মানে অন্য গাছের ওপর জন্মে। সাধারণত বড় গাছের মোটা শিকড়ের ওপর এ গাছ জন্মে। এবার ছবি দেখো।


আরো সংবাদ



premium cement