সিন্দাবাদের তৃতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ২১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
সূর্য সবেমাত্র পাটে বসেছে। এমন সময় বাজ পড়ার মতো ধুমধাম শব্দে আমাদের তন্দ্রাভাব কেটে যায়। ধড়মড় করে উঠে বসতেই দেখি বিশাল আকৃতির এক দৈত্য! কালো কুৎসিত তালগাছের মতো দৈত্যটা দোতলার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে আমাদের দিকে। আগের দেখা কুৎসিত বান্দরের চেয়েও বীভৎস দেখতে। তার চোখ দুটো গোলাকৃতি আগুনের ভাঁটা। গাইতির কাটার মতো দাঁত। আর মুখের গহ্বর ঠিক একটা ইঁদারার মতো। নিচের ঠোঁটটা ঝুলে পড়েছে বুক অবধি। কুলোর মতো কান দু’খানা কাঁধ ঢেকে ফেলেছে। হাতের নখগুলো ইয়া বড় বড়। আর থাবা ঠিক সিংহের মতো।
দেখা মাত্র আমরা ভয়ে শিউরে উঠি। পাথরের মতো নিশ্চল হয়ে বসে থাকি সবাই। কিছু করার নেই। চিৎকার চেঁচামেচি করেও কোনো লাভ নেই। দেওয়ালের পাশে বড় শক্ত একটা বেঞ্চির ওপর দৈত্যটা এসে বসল। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা