১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ময়ূরের পেখম তোলা

-

বলছি ময়ূর পাখির কথা। জানো, এ পাখির পেখম তোলার দৃশ্য দারুণ সুন্দর। হারানো দিনে গ্রিক আর রোমানরা ময়ূরকে গণ্য করত বিশেষ পবিত্র পাখি হিসেবে। ময়ূর কেন পেখম তোলে? ময়ূরীর দৃষ্টি আকর্ষণের জন্য, ওর খুশির জন্য।
ময়ূর তুলনামূলকভাবে ময়ূরীর চেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী। ময়ূর নিজের সৌন্দর্যকে ব্যবহার করে ময়ূরীর দৃষ্টি আকর্ষণ তথা সন্তুষ্টির জন্য। সাত ফুট লম্বা একটি ময়ূরের পেখমের দৈর্ঘ্য সাধারণত তিন ফুট। পেখমগুলোতে রয়েছে নীল, সবুজ ও সোনালি রঙের সমাবেশ। এগুলোতে অনেকটা চোখের মতো নকশা রয়েছে, যা দেখতে শুধু ময়ূরীর নয়, অনেক মানুষের দৃষ্টিতেও দারুণ মনকাড়ানিয়া।
ময়ূরের পেখমগুলো কোথায় থাকে? ঝুলে থাকে এ পাখির লেজের প্রান্তে।
ময়ূর আপন ইচ্ছায়, তার মানে যখন মন চায় পেখমের রূপ তুলে ধরে ময়ূরীকে আকৃষ্ট করতে চেষ্টা করে। মজার ব্যাপার হচ্ছে, পেখম থাকে শুধু ময়ূরের; ময়ূরীর থাকে না। আবার ময়ূরের তুলনায় ময়ূরীর আকার কিছুটা ছোট এবং রঙ তুলনামূলকভাবে বেশ অনুজ্জ্বল। হয়তো এ কারণেই ময়ূর পেখম তোলে ময়ূরীকে আকৃষ্ট করতে পারে।

 

 


আরো সংবাদ



premium cement