সন্ধান অবশেষে
- মোহাম্মদ আব্দুল্লা হেল বাকী
- ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দশ.
গাছের পাতার ফাঁকফোকর দিয়ে আসা টুকরো টুকরো রোদ ভাঙা কাচের মতো মাটিতে পড়ে আছে। পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল। সামনে সাত রঙা পর্বত শ্রেণী।
সাত রঙের মাঝে লাল রঙটা সবচেয়ে বেশি ফুটে উঠেছে। সবকিছু মিলে অপূর্ব। দেখার মতো। এরকম একটা জায়গা মানুষের অগোচরে রয়ে গেছে। জানতে পারলে মানুষের ঢল নামবে। তারা মুগ্ধ হয়ে পাহাড়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা কালোছায়া তাদের অতিক্রম করছে। তারা পেছন ফিরে তাকাল, কেউ নেই। তাহলে এই ছায়া কোত্থেকে এল! ভাবতে ভাবতে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। বড় অদ্ভুদ বৃষ্টি। তারা যে গাছের নিচে বসেছে-শুধু সেই গাছেই বৃষ্টি হচ্ছে। অন্য কোথাও বৃষ্টি নেই। মনে হচ্ছে স্বপ্ন দেখছে। তাদের বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে গেল-যখন দেখল, বৃষ্টির পানি নিচের দিকে না গড়িয়ে ওপরের দিকে উঠে আসছে। সবকিছু অপার্থিব লাগছে। দিনে-দুপুরে এমন কাণ্ড! তাছাড়া কোনো দিকে রওনা দিলে-মনে হয় কে যেন পেছন থেকে ধাক্কাচ্ছে। তাদের গা ছমছম করতে লাগল। তারা সাবধানী হয়ে গেল। ধাক্কা দিয়ে কেউ যেন না ফেলে দিতে পারে।এখানকার গাছপালাও সব অচেনা। মাঝে মাঝে অদ্ভুদ ধরনের প্রাণী দেখা যাচ্ছে। মনে হচ্ছে এক অলীক দুনিয়ায় ঢুকে গেছে। এখানে যা হচ্ছে সব মিথ্যে। তাদের সামনে একটা উপত্যকা দেখা যাচ্ছে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা