১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের তৃতীয় সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)
এমন সময় হুড়মুড় করে সাঁতরিয়ে বড় বড় কয়েকটা বান্দর আমাদের জাহাজের ডেকে উঠে এলো। আমরা অনড় অচল হয়ে বসে রইলাম। যেন বড় নিরীহ নির্বোধ আমরা। ওরা আমাদের সওদাপত্র তছনছ করতে লাগল। আমাদের কারো মুখে চপেটাঘাত করল, কারো মাথার পাগড়ি টেনে ছিঁড়ে ফেলল। ওদের বীভৎস চেহারা দেখে আর বিকট চিৎকার শুনে হৃৎপিণ্ড আমাদের শুকিয়ে যাবার মতো অবস্থা যেন।
বিচিত্র ধরনের অঙ্গভঙ্গী আর অদ্ভুত ধরনের মুখোভঙ্গি করে ওরা যে কত কি বলতে লাগাল, তার একবর্ণও বোঝার সাধ্য হলো না আমাদের। আমাদের সামনেই তারা মাস্তুলের মাথায় উঠে পালের কাছি কামড়িয়ে কেটে ফেলল। কোনো কোনো পালের দড়িদড়া ছিঁড়ল। তারপর কৌতূহলী হয়ে তারা আমাদের জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নিলো। তারা জাহাজের হাল আর দাঁড় দখলে নিয়ে জাহাজটাকে সমতল এক সৈকতে নিয়ে ভিড়ালো। (চলবে)


আরো সংবাদ



premium cement