১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের তৃতীয় সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)

তার হিসেব কে জানে? দশ হাজার, বিশ হাজার? লাখ লাখ বান্দর। তা যেনতেন বান্দর না। একেকটা বান্দর কী বড় বড় মোটা, মানুষের মাথা ছাড়িয়ে যায়। বিশাল আকৃতির বান্দরগুলো বুদ্ধিমানও বটে। কয়েকটাকে দেখে মনে হলো ওগুলো দলনেতা, আরো হিংস্র।
আমরা জাহাজের খোলের মধ্যে গিয়ে গুটিসুটি মেরে বসে আছি। নিচে নামব, সাধ্য আছে কার? দাঁতমুখ খিঁচিয়ে বান্দরগুলো সহজাত ভঙ্গিমায় স্বাগত জানাচ্ছে আমাদের। মুখের ভেংচি দুর্বোধ্য হিংসুটে। যেন বলছে, ‘নিচে নেমে এসো বাছাধনরা, আমরা তোমাদের বুক চিরে রক্ত পান করি।’
ওদের আক্রমণ করব সেই দুঃসাহস আমাদের নেই। অথবা ওদের আক্রমণ প্রতিহত করার শক্তিও আমরা রাখি না। এ অবস্থায় আশু কর্তব্য কী, কিছুই ঠিক করতে পারছি না আমরা। (চলবে)


আরো সংবাদ



premium cement