১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জানা-অজানা

ক্যাভিয়ার-২

ক্যাভিয়ার-২ -

ছোট্ট বন্ধুরা,
বিশ্বের সবচেয়ে ভালো ক্যাভিয়ারের কিছু আসে কাজাখস্তান থেকে। এ দেশের কাস্পিয়ান উপকূলে ধরা বেলুগা স্টার্জন মাছের ডিম থেকে এ ক্যাভিয়ার তৈরি করা হয়। এ অঞ্চলের মানুষ বন্ধুত্বের প্রতীক হিসেবে ক্যাভিয়ার পরিবেশন করে। এতে আভিজাত্য প্রকাশ পায়।
ক্যাভিয়ার দামি খাবার। সাধারণত ধনীরাই এটি খেতে পারে। অভিজাত হোটেল বা রেস্টুরেন্টে ক্যাভিয়ার পাওয়া যায়। এবার ছবি দেখো এবং মজা করো।


আরো সংবাদ



premium cement