সিন্দাবাদের তৃতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
আমরা চিৎকার করে উঠি। যেভাবেই হোক, জাহাজের গতি ফেরাও। কাপ্তান বললেন, সেটা আর সম্ভব না। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের জাহাজটি বন্দর দ্বীপের আয়ত্তের মধ্যে গিয়ে পড়বে। যে স্রোতের টানে জাহাজ চলছে, এটিকে ঘুরাতে গেলে জাহাজ ভেঙে খানখান হয়ে যাবে।
আমরা উ™£ান্তের মতো জাহাজের ডেকে ছোটাছুটি করতে থাকি। সামনে মৃত্যু অবধারিত জেনে কে আর চুপ করে বসে থাকতে পারে?
কিছুক্ষণের মধ্যেই জাহাজটি বান্দর দ্বীপের পাড়ে গিয়ে ঠেকল। আমরা ভয়ে জাহাজের মধ্যে গুটিসুটি হয়ে বসে চোখ বুজে রইলাম। ভাবখানা এমন যে নিজেরা কিছু দেখতে না পেলে বান্দররাও হয়তো আমাদের দেখতে পাবে না। আমি মিটমিট করে একটুখানি চোখ খুলে দেখি পঙ্গপালের মতো বান্দর। বান্দর, আর বান্দর। সংখ্যায় কত হবে? (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা