১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের তৃতীয় সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)

- কী, কী হয়েছে?
তিনি কোনো কথার জবাব দিতে পারছেন না। ডুকরে ডুকরে কাঁদছেন শুধু। সেই সাথে নিজের কপাল চাপড়াচ্ছেন।
আমরা অধৈর্য হয়ে জিজ্ঞেস করি, কী হয়েছে, আমাদেরকে বলুন সাহেব?
কাপ্তান তখন পাগলের মতো প্রায়। মাথার চুল, আর জামাকাপড় ছিঁড়ছে। চোখে মুখে তার সেকি নিদারুণ আতঙ্ক। তিনি কোনোরকমে শুধু বললেন, পালের হাওয়া ঘুরে গেছে। আমরা পথ হারিয়ে ফেলেছি। এখন যে পথে জাহাজ চলছে, জানি না কোথায় গিয়ে পৌঁছাবো আমরা। খুব সম্ভবত আমরা ‘বান্দর দ্বীপ’ এর দিকে যাচ্ছি। সমুদ্র স্রোতে আটকা পড়ে গেছে আমাদের জাহাজ। আর উপায় নেই জাহাজ ঘুরিয়ে অন্য পথে নিয়ে যাওয়ার। যেই দ্বীপে চলে যাচ্ছে জাহাজটি, সেই দ্বীপে কেউ একবার গেলে আর ফিরে আসতে পারে না। (চলবে)


আরো সংবাদ



premium cement