সিন্দাবাদের তৃতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
দিনক্ষণ দেখে, আল্লাহর নাম নিয়ে একদিন জাহাজে চেপে বসলাম আমরা। পালে হাওয়া লাগল। জাহাজ চলতে শুরু করল...
এক এক করে অনেক বন্দরে আমাদের জাহাজ ভিড়ল। আমরা জাহাজ থেকে নেমে শহরে বন্দরে সওদা ফেরি করি। আমি যে ধরনের মূল্যবান বিলাসের সামগ্রী সঙ্গে নিয়েছি সে ধরনের সওদা বড় একটা কেউই সঙ্গে নিতে পারেনি। তাই যেখানেই যাই, যাদেরকেই দেখাই সবাই চড়া দামে লুফে নেয় আমার সওদাগুলো। প্রতিটি সওদায় মোটা অঙ্কে লাভ হতে থাকে আমার। খুশিতে মন নেচে ওঠে আমার।
এভাবে চলতে চলতে আমাদের জাহাজ মুসলিম সালতানাৎ ছেড়ে মাঝ-দরিয়া ধরে পাড়ি জমিয়েছে। কয়েক দিন চলল জাহাজ মাঝ দরিয়ায়। একদিন হঠাৎ কাপ্তান চিৎকার করে ওঠেন। সর্বনাশ! সর্বনাশ হয়ে গেছে আমাদের।
আমরা সবাই ছুটে গেলাম তার কাছে।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা