২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের তৃতীয় সমুদ্রযাত্রা

-

পরদিন খুব ভোরে বৃদ্ধ সিন্দাবাদ ঘুম থেকে উঠলেন। অজু করলেন, নামাজ পড়লেন। এরপর তিনি তার দহলিজে এসে বসলেন। ইতোমধ্যেই তার ইয়ার বন্ধুরা এবং যুবক সিন্দবাদ কুলি হাজির হয়ে বসে আছেন তার অতিথিশালায়। তারা সবাই জানেন, আজ বৃদ্ধ সিন্দবাদের তৃতীয় সমুদ্রযাত্রার কাহিনী বলার পালা।
সিন্দাবাদ নাবিক তার মিতা সিন্দাবাদ কুলিকে আদর আপ্যায়ন করে আরো কাছে এনে বসালেন। অভ্যাগতরা সবাই এসে যাওয়ার পর যথারীতি টেবিলে সকালবেলার নাস্তা সাজানো হলো। খানাপিনা শেষ হলে সিন্দাবাদ নাবিক তার কাহিনী বলা শুরু করলেন :
(চলবে)


আরো সংবাদ



premium cement

সকল