৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নি ত্যো প ন্যা স

সন্ধান অবশেষে

-

এক.
আব্দুস শাকুর সাহেব শখের কৃষক। চাকরি শেষে তিনি শহরে বিলাসবহুল জীবন বেছে নিতে পারতেন। তিনি ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা। তার সহকর্মীরা অনেকেই দেশের বাইরে থাকেন। তিনি পিতৃপুরুষের দায় পরিশোধের জন্য রয়ে গেলেন গ্রামে। গ্রামে তাদের হাজার বিঘা জমি। এই জমি দেখভালের কেউ নেই। তিনি সচেতন মানুষ। এই জমি ফেলে রাখতে পারেন না। তার নিজের জন্য না হোক, মানুষের জন্য এ জমি চাষ করতে হবে। এ এলাকার মানুষ অনেক হতদরিদ্্র । তাদের কাছে গোলাপের গন্ধের চেয়ে ভাতের গন্ধ অনেক প্রিয়। এ জমিতে কাজ করে অনেকের জীবিকা নির্বাহ হয়। তাছাড়া কৃষি কাজটা তার ভালোলাগে। তার পূর্বপুরুষরা সবাই কৃষক ছিলেন। কৃষি তার উত্তরাধিকারসূত্রে পাওয়া পেশা। তিনি বলেন, কৃষি একটা মহৎ পেশা। কৃষকরাই সারা বিশে^র মানুষের খাদ্যের নিরাপত্তা দেয়। অথচ আমরা তাদের মূল্যায়ন করি না। অথচ তাদের হওয়ার কথা ছিল আমাদের মাথার মুকুট। কৃষিকে ঢেলে সাজাতে হবে। যান্ত্রিকীকরণ বাড়াতে হবে। গবেষণা বাড়াতে হবে। উন্নত বীজের ব্যবস্থা করতে হবে। কৃষি নিয়ে তার অনেক স¦প্ন।
বাড়ির সামনে দিগন্তবিস্তৃত ফসলের মাঠ। মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাকালে দৃষ্টি ধোঁয়াশা হয়ে ফিরে আসে। পূর্বপাশে কালো পাহাড়। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মনে হয় সীমানাপ্রাচীর। (চলবে)


আরো সংবাদ



premium cement