২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)

এরপর থেকে নানা ভোগবিলাসের মধ্যেই দিন কাটতে লাগলো আমার। পরিবার ও আত্মীয়স্বজনদের নিয়ে দামী দামি শরাব আর গোশত ভোজনের আয়োজন করতে লাগলাম। মহাসুখে ও ভোগবিলাসে দিন কাটাতে লাগলাম আমার। বাহারি সাজপোশাক পরি। গান-বাজনা হৈ-হল্লাড়ে মহানন্দে দিন সময় পার করি। প্রতিদিনই ইয়ার বন্ধুরা আমার কাছে গল্প শুনতে আসে। বহু বিচিত্র আমার জীবনের অভিজ্ঞতা। আমি তাদেরকে সেসব দুঃসাহসী অভিযানের গল্পগুলো বলি। দিনের পর দিন বললেও যে কাহিনী আমার ফুরাবে না।
এটি ছিল আমার দ্বিতীয় সমুদ্রযাত্রার কাহিনী। আগামীকাল, যদি আল্লাহ ইচ্ছা করেন, তোমাদেরকে আমি আমার তৃতীয় সমুদ্রযাত্রার কাহিনী শোনাব। যে দুটো কাহিনী তোমরা শুনলে, পরের কাহিনী হবে তার চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর।
(শেষ)


আরো সংবাদ



premium cement