২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

শ্যাম টিউলিপ

শ্যাম টিউলিপ -

বন্ধুরা,

তোমরা হয়তো টিউলিপ ফুল বা এর গাছ দেখেছ। শ্যাম টিউলিপ দেখেছ কি? এটি উত্তর থাইল্যান্ড ও কম্বোডিয়ার উষ্ণমণ্ডলীয় ফুল। একে গ্রীষ্ম টিউলিপও বলে। শ্যাম টিউলিপ কিন্তু সত্যিকারের টিউলিপ নয়। এর ফুলও কখনো টিউলিপ ফুলের মতো ঘণ্টা বা পেয়ালা আকৃতির হয় না। শ্যাম টিউলিপ গাছের সাথে আদা প্রজাতির গাছের বেশ সাদৃশ্য আছে। ১৯৩৯ সাল পর্যন্ত থাইল্যান্ডের নাম ছিল শ্যাম বা শ্যামদেশ। শ্যামদেশের নামানুসারেই ফুলটির নাম হয়েছে শ্যাম টিউলিপ। থাইল্যান্ডের পা হিন নগাম জাতীয় উদ্যান বন্য শ্যাম টিউলিপের জন্য বিখ্যাত। এবার টিউলিপ ও শ্যাম টিউলিপ ফুলের ছবি দেখো এবং মজা করো।


আরো সংবাদ



premium cement