সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
এই দ্বীপে এসে আমি আমার একখানা হীরা বিক্রি করে সোনা কিনি। এখান থেকে দেশে ফেরার জন্য জাহাজ ভাড়া দিতে হবে। জাহাজের ভাড়া মেটাবার জন্য সোনা দরকার পড়ে। একদিন সেই দ্বীপের বন্দরে এক জাহাজ এসে ভিড়ে। আমি জাহাজে ওঠে বসি।
এরপর এ বন্দর থেকে সে বন্দর, আবার সে বন্দর থেকে আরেক বন্দর। এভাবে একদিন আমি অন্য এক জাহাজে করে বসরায় এসে পৌঁছলাম। আমার মন খুশিতে নেচে উঠল। আমার নিজের দেশ আর বেশি দূরে নয়। দু’একদিনের মধ্যেই আমি আমার জন্মভূমি চির সুন্দর সুখের নীড় বাগদাদে ফিরে এলাম।
আমাকে পেয়ে আপনজনেরা খুশিতে ডগমগ হয়ে ওঠে। আমিও বহুদিন বাদে তাদের সঙ্গ ফিরে পেয়ে আনন্দে উদ্বেলিত হই। সোনা দানা হীরে যা এনেছিলাম সবার হাতে একটি একটি করে দিলাম। অনেক দিন পর আবার হাসি গানে ভরে উঠল আমার প্রাসাদ। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা