২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)
সেই দ্বীপে প্রকাণ্ড এক বৃক্ষ আছে। তার ডালপালার মধ্যে শ’খানেক মানুষ অনায়াসে লুকিয়ে থাকতে পারে। সেই বৃক্ষের শাখায় দুধের মতো সাদা রস থেকে তৈরি হয় কর্পূর। এজন্য দ্বীপটির নাম কর্পূর দ্বীপ। এই দ্বীপের মানুষগুলোও বেশ বনেদি। কিন্তু ভিন্ন প্রকৃতির, ভিন্ন রকমের।
সেই দ্বীপে আমি অনেক হিংস্র জানোয়ার দেখে এসেছি। সেগুলোর একটির নাম কারকাডন। অনেকটা আমাদের দেশের গ-ারের মতো দেখতে। এর নাকের ডগায় আছে প্রায় ছয় হাত লম্বা একটা শিং। এদের গায়ে ভীষণ তাকৎ। বড় বড় হাতির সঙ্গে লড়তে পারে এরা। শিং দিয়ে গুঁতিয়ে হাতিকে মেরে না ফেলা পর্যন্ত এরা ক্ষান্ত হয় না। কিন্তু হাতিটা মরে পড়ে গেলে এরা আর তার ধারের কাছেও যায় না। রকপাখিরাও তকে তকে থাকে। হাতির বিশাল বপুটা মাটিতে লুটিয়ে পড়ার অল্পক্ষণের মধ্যেই উড়ে এসে হাতিটাকে ঠোঁটে করে তুলে নিয়ে মহাশূন্যে উড়ে যায়। (চলবে)


আরো সংবাদ



premium cement